কাক ও টুনটুনি

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩০:২৯ বিকাল

কাক ও টুনটুনি

-এম মিজান রহমান

কাক বলে টুনটুনি

কত বড় আমি

ক্ষমতার দাপটেতে

তোমার চেয়ে দামি ।

আমি উড়ি নীলাকাশে

স্বাধীন মতো

তুমি নাচো ডালে ডালে

যেন যোদ্ধাহত ।

আমি ডাকি কা কা

গলার জোড়ে

ভেংচি কেটে তুমি নাচো

ডালপালা চড়ে ।

টুনটুনি নেচে নেচে

কয় হেসে হেসে

ছোট্ট হলেও মোরে

সবে ভালবাসে ।

কুত্‍সিত নয় আমি

জানে সর্বজন

বড়াইয়ের কড়াইয়েতে

নিচু সারাক্ষণ ।

ছোট হলেও সভায়

আছে মোর দাম

ভালবাসা চাই শুধু

চাই না সুনাম ।

বিষয়: সাহিত্য

৮২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296937
২৪ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
296942
২৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
296946
২৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ছোট হলেও সভায়
আছে মোর দাম
ভালবাসা চাই শুধু
চাই না সুনাম ।

চরম সুন্দর হয়েছে। Rose Rose Rose
296987
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
এম মিজান রহমান লিখেছেন : ধন্যবাদ সবাইকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File